
ABOUT OUR SCHOOL
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা কাল: 01-01-1963 খ্রি.
পাঠদানের অনুমতি কাল: 01-01-1965 খ্রি.
পাঠদানের স্বীকৃতি: 01-01-1965 খ্রি.
প্রথমএমপিও ভূক্তি: 01-01-1966 খ্র্রি.
ইআইআইএন নং: 1 0 9 0 7 3
প্রতিষ্ঠাতা - আলহাজ মোঃ বছির উদ্দিন সরকার
Welcome to our School GOLAM NABI MODEL PILOT H/S
গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়টি গাজীপুর জেলাস্থ কালিয়াকৈর উপজেলার
একটি ঐতিহ্যবাহী স্বায়ত্তশাসিত অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬৩ সালে তদানীন্তন
পাকিস্তান সরকার ইংল্যান্ডের
| 02, AUG Saturday 25 | |
| 02, AUG Saturday 25 |
গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। |
Why Students Choose Us
Digital Attendance

‘আগামীর স্মার্ট বাংলাদেশ’ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দৈনন্দিন উপস্থিতির তথ্য সংগ্রহে অত্যাধুনিক স্মার্ট বায়োমেট্রিক এটেনডেন্স সিস্টেম চালু করেছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের দায়িত্বরত সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি পেয়েছে যা প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম আরো গতিশীল করবে। একই সাথে শিক্ষার্থীদের জন্যও ডিজিটাল হাজিরা চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে শিক্ষকবৃন্দ শ্রেণিকক্ষে কিছু বাড়তি সময় শিক্ষার্থীদের উন্নয়নে ব্যায় করতে পারবেন। অন্যদিকে শিক্ষার্থীরাও আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিজেদের প্রস্তুত করার সুযোগ পাচ্ছে।।
CCTV Monitoring

আমাদের প্রাণপ্রিয় শিক্ষাঙ্গণে অবস্থানরত শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে ও বহিরাগতদের অনুপ্রবেশ রোধে রয়েছে সিসিটিভি মনিটরিং ব্যবস্থা। প্রতিদিন এ্যাসেম্বেলী থেকে শুরু করে শ্রেণি কক্ষের সকল শ্রেণি কার্যক্রম সিসিটিভি দ্বারা নিয়মিত মনিটরিং করা হয়। ফলে শিক্ষার্থীদের মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলে তৎপর থাকেন। দূর্বল শিক্ষার্থীদের প্রতি শিক্ষকবৃন্দের বিশেষ দৃষ্টি থাকে। শিক্ষার্থীরা অহেতুক এদিক সেদিক ঘোরাঘুরি থেকে বিরত থেকে পাঠ্যক্রমে মনোযোগী হয়। শ্রেণি কর্যক্রমের বাহিরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে খেলাধুলা এবং বিজ্ঞানাগারে নিত্য নতুন আবিস্কারের প্রতিযোগিতায় অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সর্বদাই নিজেদের নিয়োজিত রাখে।
EMS Software

স্মার্ট বাংলাদেশ বিনির্মানের সহযোগী হিসাবে আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান এর দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য অত্যাধুনিক এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়ার ব্যবহার করছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি, বেতনাদি ও যাবতীয় ফি, পরীক্ষার রুটিন, এ্যাডমিট কার্ড, সিটপ্ল্যান, ফলাফল, দৈনন্দিন হাজিরার তথ্য প্রভৃতি ওয়েবসাইটের মাধ্যমে অভিভাবকগন জানতে পারছেন। ফলে শিক্ষার্থী-অভিভাবক-শিক্ষক সকলের মাঝে একটি অদৃশ্য বন্ধন দৃঢ় হচ্ছে। বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য বা নোটিশ সমূহ sms এর মাধ্যমে শিক্ষার্থী/অভিভাবকগণ/শিক্ষকবৃন্দ সকলের নিকট পৌঁছে যাচ্ছে অতিদ্রুত-প্রশাসনিক কাজ হয়েছে গতিশীল।
SMS Communications

অত্যাধুনিক এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়ার ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটি পুরোপুরি অনলাইনের যুগে প্রবেশ করেছে। এর ফলে এখন থেকে অভিভাবকবৃন্দ যে কোন স্মার্ট ফোন থেকেই শিক্ষার্থীদের ভর্তি, শ্রেণিকক্ষে দৈনন্দিন উপস্থিতি, পরীক্ষার ফলাফল, বেতনাদি পরিশোধ প্রভৃতি তথ্য ঘরে বসেই মনিটিরিং করার সুযোগ পাচ্ছেন। sms এর মাধ্যমে জানতে পারছেন প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সমূহ। যেমন যে কোন পরীক্ষার ফলাফল অথবা বেতনাদি পরিশোধের সাথে সাথে অভিভাবকের নিকট sms এর মাধ্যমে পৌঁছে যাচ্ছে তথ্য। অভিভাবক সমাবেশ অথবা বিশেষ কোন কার্যক্রমের তথ্যও জেনে যাচ্ছেন sms এর মাধ্যমে –যা আধুনিকতার বহিঃপ্রকাশ মাত্র।
Our Photo Gallery
Some of our Happy Memories
Find us in Google
Thankyou for visit our website