ABOUT OUR SCHOOL

History of our Institute



প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা কাল: 01-01-1963 খ্রি.
পাঠদানের অনুমতি কাল: 01-01-1965 খ্রি.
পাঠদানের স্বীকৃতি: 01-01-1965 খ্রি.
প্রথমএমপিও ভূক্তি: 01-01-1966 খ্র্রি.
ইআইআইএন নং: 1 0 9 0 7 3


প্রতিষ্ঠাতা - আলহাজ মোঃ বছির উদ্দিন সরকার Welcome to our School GOLAM NABI MODEL PILOT H/S গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়টি গাজীপুর জেলাস্থ কালিয়াকৈর উপজেলার একটি ঐতিহ্যবাহী স্বায়ত্তশাসিত অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬৩ সালে তদানীন্তন পাকিস্তান সরকার ইংল্যান্ডের বিখ্যাত পাবলিক স্কুলের আদলে আলহাজ মোঃ বছির উদ্দিন সরকার ২.০৭ একর জমির উপর “স্কুল” প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটির পরিচালনার প্রাথমিক দায়িত্বে নিয়োজিত ছিল তৎকালীন পাকিস্তান কেন্দ্রীয় সরকার। ১৯৬৫ সালে কেন্দ্রীয় সরকার প্রাদেশিক সরকারের হাতে এর দায়িত্বভার হস্তান্তর করেন এবং বিদ্যালয় পরিচালনার জন্য একটি পরিচালনা বোর্ড গঠন করে বিদ্যালয়টিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা দান করেন।